ভাড়া নিয়ে কথা-কাটাকাটির জেরে ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে মারধরের ঘটনা ঘটেছে। এর জেরে মৌমিতা ট্রান্সপোর্ট লিমিটেডের তিনটি বাস আটক করেছেন শিক্ষার্থীরা।
সোমবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ২টায় ঢাকা কলেজের সামনে থেকে বাস তিনটি আটক করেন শিক্ষার্থীরা।
এদিকে আটকের পর একটি বাস নায়েমের গলিতে আর অন্য দুটি কলেজের সামনের তেলের পাম্পে রাখেন শিক্ষার্থীরা। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বাস জব্দ করে সেখানেই অবস্থান করছেন।
শিক্ষার্থীরা জানান, মারধরের শিকার ওই শিক্ষার্থীর নাম শিমুল শিকারি। তিনি ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। ভাড়া নিয়ে কথা-কাটাকাটির জেরে রাজধানীর শ্যামলী এলাকায় তাকে মারধর করেন মৌমিতা বাসের চালকের সহকারী। তিনি মাথায়, গলা ও পায়ে আঘাত পেয়েছেন। অভিযুক্ত বাসের নম্বর ঢাকা মেট্রো ব-১১৮৮৩৫।
আহত শিমুলের বন্ধু আরিফ বলেন, “খবর পেয়ে আমি ঘটনাস্থলে আসি। প্রথমে শিমুলকে নিউরোসায়েন্স হাসপাতালে নিয়ে যায়। সেখানে সিটিস্ক্যান করানোর পর সোহরাওয়ার্দী মেডিকেল থেকে পায়ে ব্যান্ডেজ করানো হয়। প্রাথমিক চিকিৎসার পর আমরা এখন মোহাম্মদপুর থানায় আছি। থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।”
ঢাকা কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক ড. মো. আব্দুল কুদ্দুস সিকদার বলেন, “বাসের সহকারী কর্তৃক ঢাকা কলেজে শিক্ষার্থীকে মারধরের ঘটনা খুবই দুঃখজনক এবং উদ্বেগের। এ ধরনের ঘটনা প্রায়ই ঘটে থাকে। আমরা এর আগেও থানায় বাসমালিকদের সঙ্গে বৈঠক করেছিলাম এবং সেখানে বাসের চালক বা সহকারীর আচরণ কেমন হবে সে বিষয়ে ইন হাউজ ট্রেনিংয়ের ব্যবস্থা করতে বলেছিলাম। তা করলে এসব সব সমস্যার সমাধান হতো।”
তবে কলেজের গলিতে বাস আটকের বিষয়টি আমার জানা নেই বিষয়টি দেখছি বলে জানান তিনি।